বাংলাদেশের অন্যতম বৃহত্তম ফেরিঘাট মাওয়া। এখানে একই সাথে তিনটি ফেরীচলাচল করে থাকে। রো রো ফেরি,ডাম্ব ফেরী এবং কে টাইপ এই তিন ধরনের ফেরী আছে।বাংলাদেশের দক্ষিণ অংশের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম এ ফেরী ঘাট।মাওয়াকাওরাকান্দি ও মাওয়া শরিয়তপুর রুটে ২৪ ঘণ্টা ব্যাপি ফেরী চলাচল করেথাকে।